Breaking

Wednesday, July 10, 2019

মানববন্ধনঃ নো ভ্যাট অন স্যানিটারি ন্যাপকিন

আগামী শুক্রবার, ২৮তারিখ, বিকাল ৪-৫টা পর্যন্ত আমরা ষষ্ঠ ইন্দ্রিয়ের পক্ষ থেকে মানববন্ধন  

করবো #নো_ভ্যাট_অন_প্যাড টপিকে রাজশাহীর জিরো পয়েন্ট ও ঢাকার টিএসসিতে একইসাথে। অবগতির জন্য জানিয়ে রাখি, স্যানিটারি ন্যাপকিনে টোটাল ১২৭.১৮% এর বেশি ভ্যাট বসিয়ে রেখেছে কর্তৃপক্ষ। এমন যেনো এটা কোন বিলাসদ্রব্য, এটা নিত্যপ্রয়োজনীয় পণ্য। বরং ভ্যাট তুলে নিয়ে সরকারের উচিত ভর্তুকি দেওয়া/নামমাত্র মূল্যে প্যাড সাপ্লাই দেওয়া।
শহরাঞ্চলের ৩০-৪০% নারী প্যাড ব্যবহার করলেও, উচ্চমূল্যের কারণে সারাদেশে গড়ে মাত্র ১৫% নারী হাইজেনিক পদ্ধতি ব্যবহার করতে পারে। জরায়ু, মূত্রনালি ইনফেকশন সহ জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্ত ৭৩% নারীই পুরনো কাপড় ব্যবহার করতে বাধ্য হয়, যেটা খুবই অস্বাস্থ্যকর।
রাজশাহীর প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে নায্য এই দাবির পক্ষে আমাদের সাথে মানববন্ধনে অংশ নিতে। দাবি একটাই, #NO_VAT_BUT_SUBSIDY
আন্দোলনটি সারাদেশে ছড়িয়ে পড়ুক, এই আশাবাদ ব্যক্ত করছি।

Details: 

মানববন্ধন: "নো ভ্যাট অন প্যাড"

১. স্যানিটারি ন্যাপকিনের উপর থেকে ভ্যাট প্রত্যাহার করুন।
২. স্যানিটারি ন্যাপকিনে ভর্তুকি দিতে হবে।
৩. স্যানিটারি ন্যাপকিন কোন বিলাসদ্রব্য নয় বরং নিত্যপ্রয়োজনীয়।
৪. উচ্চমূল্যের কারণে মাত্র ১৫% নারী পিরিয়ডে প্যাড ব্যবহার করতে পারে।
৫. ভ্যাট মওকুফ করে প্যাডের দাম ৪০% কমানো সম্ভব।
৬. নারীদের প্যাডের জন্য পিংক ট্যাক্স গুণতে হবে কেন?
৭. প্যাডের ভ্যাট মওকুফ করুন এবং ভর্তুকি দিন।
৮. কনডম এবং জন্মনিরোধক পিলের মত, স্বাস্থ্যকেন্দ্র থেকে প্যাডও নামমাত্র মূল্যে দিতে হবে।
৯. প্যাড তৈরির কাঁচামালের উপর থেকে ১৫% ভ্যাট মওকুফ করুন।
১০. প্যাডের ভ্যাট মওকুফ করা নারীর উপর করুণা নয় বরং অধিকার।
১১.নায্য দাবি মানতে হবে, প্যাডের ভ্যাট প্রত্যাহার করতে হবে।
১২.প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারীভাবে প্যাড সাপ্লাই রাখতে হবে।
১৩. উচ্চমূল্যের কারণে ৮৫% নারী অস্বাস্থ্যকর কাপড় ব্যবহার করতে বাধ্য হন।
১৪. পিরিয়ডকালীন অব্যবস্থাপনার কারণে ৭৩% নারী জরায়ুর ক্যান্সারে আক্নান্ত হন।
১৫. প্রতিটি প্যাডের মূল্য সর্বোচ্চ ২টাকা করুনন।
১৬. বিনামূল্যে প্যাড পাওয়া নারীদের অধিকার।
১৭. পিরিয়ড নিয়ে লজ্জ্বা নয়।
১৮. পিরিয়ডের ট্যাবু ভাঙতে হবে।
১৯.স্যানিটারি প্যাডে ভ্যাটের বোঝা বইতে হবে কেন?
২০. দেশের প্রধানমন্ত্রী নারী হওয়ার পরেও প্যাডের উপর ভ্যাট কতটা যৌক্তিক?
Movement : No Vat On Sanitary Napkin

Organised BY 6th Sense at Rajshahi








Movement : No Vat On Sanitary Napkin

Organised BY 6th Sense at Shahabag, Dhaka.