Breaking

Sunday, September 8, 2019

কর্মশালা-১৫: ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টার, ধরমপুর,কাজলা,রাজশাহী

কর্মশালা-১৫: ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টার, ধরমপুর,কাজলা,রাজশাহী ৷
Date:7 September, 2019

উদ্দেশ্য: শিশু যৌন নিপীড়ন বিষয়ক সচেতনতা তৈরি ও নিপীড়িতের হার নির্ণয়ে জরিপ পরিচালনা।

কর্মশালার বিবরণ: কর্মশালায় ষষ্ঠ ইন্দ্রিয় পরিবারের ৭জন সদস্য অংশ নিয়ে স্কুল কর্তৃপক্ষের সহযোগীতায় প্রায় ১৫০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয় এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করে। কর্মশালা শেষে স্কুলটির শিক্ষকমণ্ডলী ষষ্ঠ ইন্দ্রিয় পরিবারের ধন্যবাদ জানান এবং নিজস্ব উদ্যোগে স্কুল কর্মসূচীতে বিষয়টি অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন।
কর্মশালাটি ৬টি পর্বে বিভক্ত ছিল।
ধাপ-১: পরিচিতি পর্ব।
ধাপ-২: শরীরের ব্যক্তিগত অঙ্গগুলোর সাথে পরিচিতি এবং ভালো স্পর্শ ও খারাপ স্পর্শের পার্থক্য বুঝানো।
ধাপ-৩: কে বা কারা ব্যক্তিগত অঙ্গগুলো দেখতে/ স্পর্শ (প্রয়োজনে) পারবে তা বুঝিয়ে দেয়া।
ধাপ-৪: কেউ খারাপভাবে আদর করলে কি কি উপায়ে তারা নিজেকে রক্ষা করবে তার স্পষ্ট ধারণা দেয়া।
ধাপ-৫: ৩য় ও ৪র্থ শ্রেণীতে জরিপ পরিচালনা।
ধাপ-৬: মতবিনিময় ও অভিভাবকদের উদ্দেশ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ
PHOTO GALLERY