Breaking

Wednesday, July 10, 2019

'গা ঘেঁষে দাঁড়াবেন না'- Affixing Stickers on Local Bus

'গা ঘেঁষে দাঁড়াবেন না'- Affixing Stickers on Local Bus  




Date: Friday, April 19, 2019 at 9 AM – 12 PM 


Location: Rajshahi Railgate



  • Details: পাবলিক ট্রান্সপোর্ট শতকরা ৯৪ জন নারী কোন না কোনওভাবে যৌন হয়রানীর শিকার হয় প্রতিনিয়ত। যৌন হয়রানী বিষয়ক সচেতনতা তৈরির লক্ষ্যে ষষ্ঠ ইন্দ্রিয় সংগঠন রাজশাহী থেকে ছেড়ে যাওয়া পাবলিক বাসগুলোতে সচেতনতার স্টিকার লাগানোর সিদ্ধান্ত নিয়েছে আগামী শুক্রবার। রাজশাহীর রেইলগেট বাস কাউন্টারেরে মালিক সমিতির অনুমতি নিয়ে উদ্যোগ্যটি বাস্তবায়িত করা হবে। আপনিও অংশ নিন।


  • Event Details:

  • পাবলিক ট্রান্সপোর্টে যৌন হয়রানী বিষয়ে সচেতনতামূলক স্টিকার লাগানো ও রাজশাহী পরিবহন ব্যবস্থা কতটুকু নারীবান্ধব তা যাচাইয়ে জরিপ পরিচালনা সফলভাবে বাস্তবায়িত হয়েছে। ষষ্ঠ ইন্দ্রিয় সংগঠন ৮০টিরও বেশি লোকাল বাসে স্টিকার লাগিয়েছে এবং ৫০জন যাত্রীর উপর জরিপ করেছে। এসময় আমরা যাত্রী এবং পরিবহণ ব্যবস্থার সাথে জড়িতদের সাথে মতবিনিময় করি এবং তাদের প্রতিবাদ করতে এবং প্রতিরোধ গড়ে তুলতে আহবান জানাই। ষষ্ঠ ইন্দ্রিয় মনে করে, স্টিকারগুলো একইসাথে সাধারণ যাত্রী, বাস কর্তৃপক্ষ এমনকি যৌন হয়রানীর সাথে জড়িতদের জন্য একটি ম্যাসেজ হিসেবে কাজ করবে। একজন ভিক্টিম যখন দেখবে, তার সমস্যার কথাগুলো আরও অনেকেই বলছে এবং তার চারপাশের মানুষগুলো এব্যাপারে সজাগ, তখন যে প্রতিবাদ করতে লজ্জ্বাবোধ করবে না এবং আওয়াজ তুলতে সাহস করবে। একইভাবে ম্যাসেজটি অপরাধীকে ভীত করবে, যখন সে দেখবে, তার অপকর্মটির ব্যাপারে চারপাশের মানুষ সচেতন আছে। এবং কতৃপক্ষও এব্যাপারে সজাগ থাকতে পারবে। ইভেন্টে যারা ইন্টারেস্টেড ছিলেন এবং বিভিন্ন মতামত জানিয়ে আমাদের দিকনির্দেশনা দিয়েছেন এবং যারা গছনমূলক সমালোচনা করেছেন, তাদের সবার প্রতি ষষ্ঠ ইন্দ্রিয় পরিবারের পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করছি।