Breaking

Tuesday, July 9, 2019

কর্মশালা-৮: মসজিদ মিশন একাডেমি,বিনোদপুর , রাজশাহী

Date: 6 April, 2019
কর্মশালা-৮: মসজিদ মিশন একাডেমি,বিনোদপুর , রাজশাহী
উদ্দেশ্য: শিশু যৌন নিপীড়ন বিষয়ক সচেতনতা তৈরি ও নিপীড়িতের হার নির্ণয়ে জরিপ পরিচালনা।


কর্মশালার বিবরণ: কর্মশালায় ষষ্ঠ ইন্দ্রিয় পরিবারের ৪ জন সদস্য অংশ নিয়ে অভিভাবকদের সাথে মতবিনিময় করি। সন্তানদের সাথে কিভাবে ফ্রি হবে এবং বন্ধুসুলভ আচরন করবে তা বুঝিয়ে বলি।এবং তাদের নিজেদের সচেতন হতে হবে এবং বাচ্চাদেরকে সচেতন করতে হবে সে বিষয়ে কথা বলি এবং সচেতনতামুলক লিফলেট বিতরন করি।পরে স্কুল কর্তৃপক্ষের সহযোগীতায় প্রায় ৬০ জন শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলীর সাথে মতবিনিময় করে। কর্মশালাটি ৬টি পর্বে বিভক্ত ছিল।

ধাপ-১: পরিচিতি পর্ব।
ধাপ-২: শরীরের ব্যক্তিগত অঙ্গগুলোর সাথে পরিচিতি এবং ভালো স্পর্শ ও খারাপ স্পর্শের পার্থক্য বুঝানো।
ধাপ-৩: কে বা কারা ব্যক্তিগত অঙ্গগুলো দেখতে/ স্পর্শ (প্রয়োজনে) পারবে তা বুঝিয়ে দেয়া।
ধাপ-৪: কেউ খারাপভাবে আদর করলে কি কি উপায়ে তারা নিজেকে রক্ষা করবে তার স্পষ্ট ধারণা দেয়া।
ধাপ-৫: ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীতে জরিপ পরিচালনা।
ধাপ-৬: অভিভাবকদের সাথে মতবিনিময় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ। 
 Photo Gallery